গ্রামীণস্কুল মোবাইল এপসটি ব্যবহারে কিছু Term & Conditions নিম্নে দেওয়া হলো -
একজন এপস ব্যবহারকারী তার লগইন তথ্য অন্য কারো কাছে শেয়ার করতে পারবে না। একটি একাউন্টের বিপরীতে অনেকগুলো ডিভাইসে লগইন করলে তা হবে অনৈতিক। একটি একাউন্টে অনেকগুলো ডিভাইস থেকে লগইন করা হলে এডমিন প্যানেল থেকে তা দেখা যাবে এবং একাউন্ট বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে এপস ব্যবহারকারীকে তার কেনা কোর্সের কোনো টাকা ফেরত দেওয়া হবে না।
এপস থেকে কোর্স কেনার পর তা স্ক্রিনরেকর্ড করা যাবে না। যদি কেউ স্ক্রিনরেকর্ড করে এবং রেকর্ড টি কারো সঙ্গে শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এপসটিতে রেজিস্ট্রেশনের সময় অবশ্যই নিজের ফোন নাম্বার দিয়ে একাউন্ট খুলতে হবে। ফোন নাম্বার অন্যের হলে বা হারিয়ে গেলে ফোন নাম্বার পরিবর্তন করার সুযোগ নেই।
বিভিন্ন সময়ের উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে এপস ব্যবহারের কিছু নিয়ম এপস ব্যবহারকারীকে এপসের Notification অংশে জানিয়ে দেওয়া হবে। এপস ব্যবহারকারী অবশ্যই নিয়মগুলো মানতে বাধ্য থাকবে।
গ্রামীণ স্কুল প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও আধুনিক অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। আমরা একাডেমিক বিষয় এবং বহির্মুখী কার্যক্রমের উন্নত মানের শিক্ষামূলক বিষয়বস্তু সরবরাহ করি। আমাদের লক্ষ্য হলো শিক্ষাকে আকর্ষণীয় ও সহজলভ্য করে তোলা এবং শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে সহায়তা করা।